
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্টের অভিযানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায় (৭০) -কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় পৌরশহরের সোনালী ব্যাংক সংলগ্ন উনার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার