Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই উদীচীর সহসভাপতি গোপাল চন্দ্র দাশ আর নেই

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
দিরাই উদীচীর সহসভাপতি গোপাল চন্দ্র দাশ আর নেই

দিরাই প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার সহসভাপতি গোপাল চন্দ্র দাশ আর নেই। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

তিনি এক মেয়ে, চার ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই সংস্কৃতিকর্মী উদীচী ছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ উদীচীর সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ দিরাই উদীচীর সভাপতি মনোজ কান্দি পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অনুপম দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন