জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলা ৪নং বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ। তার বাড়ি সিলেটের গোয়ালাবাজার এলাকায় বলে ধারণা করছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টার দিকে বাংলাবাজার মেঘালয় হোটেলের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা ৪নং বাংলাবাজারের মেঘালয় হোটেলের পাশে এক মানসিক ভারসাম্যহীন (পাগল) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ৩টার দিকে পুলিশ হোটেলের পাশ থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়,তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভূগছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।