Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের উন্নয়নের সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৭:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের উন্নয়নের সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে তিনি নগরভবনে প্রশাসকের সাথে সাক্ষাৎ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ননা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেটের উন্নয়নে অতীতের মত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবেদীন বক্তব্য প্রদান করেন। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন