Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটসহ সারাদেশে আবারও ফ্লাইট চালু নভোএয়ারের, ছাড় ১৫ শতাংশ

admin

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ মে ২০২৫ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ সারাদেশে আবারও ফ্লাইট চালু নভোএয়ারের, ছাড় ১৫ শতাংশ

স্টাফ রিপোর্টার:
সাময়িক বিরতির পর আগামী ২১ মে (বুধবার) থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার। একই সঙ্গে টিকিটে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৫ মে) নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আগামী ২১ মে থেকে আবারও ফ্লাইট চালু হচ্ছে। এই সময়ে যাত্রীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।

তিনি বলেন, নিরাপদ ও উন্নত যাত্রীসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আবারও সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

নভোএয়ার জানায়, ১৫ শতাংশ ছাড় পেতে যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে টিকিট কেনার সময় VQWEBAPP প্রমো কোডটি ব্যবহার করতে হবে।

আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, অ্যাপ, সেলস অফিস কিংবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন