
স্টাফ রিপোর্টার:
সিলেটে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা হ্য় একটি মাইক্রোবাস। গতকাল শুক্রবার (১৬ মে) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফিরোজপুর জেলার ফিরোজপুর সদর থানার চিতালীয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ শামীম (৪২), পটুয়াখালী জেলার ধুমকী থানার লেবুখালী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে মোঃ জাকির হোসেন (৪৫), ঢাকার মিরপুর থানার ৬০ ফিট এলাকার ৯৭ নং বাসার মৃত আফজাল শেখের ছেলে মোঃ রমজান (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি হাইস গাড়িতে তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, জুস, ফেইস ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২৮ হাজার ৬শ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার