স্টাফ রিপোর্টার:
সিলেটৈ প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্যের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের তামাবিল সংগ্রাম ও সুনামগঞ্জের দমদমমিয়া এবং সোনালীচেলা সীমান্ত দিয়ে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকোলেট, গরু এবং পাথর উত্তোলণকাজে ব্যবহৃত একটি বারকী নৌকা। এসব পণ্যের বাজার মূল আনুমানিক এক কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
আটককৃত পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।