গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট এমসি একাডেমী স্কুল ও কলেজের ১৯৭২-৭৩ ব্যাচের এসএসসি প্রাত্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী শনিবার পূণর্মলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করতে গঠন করা হয়েছে পূণর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।
কমিটিতে আহ্বায়ক খয়ের উদ্দিন আহমদ চুনু, যুগ্ম আহ্বায়ক আব্দুছ সুবহান, যুগ্ম আহ্বায়ক ও বৃক্ষ প্রেমিক আব্দুল লতিফ সরকার, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, মো. আলেক খান এনাম আহমদ ও সোহাদ মিয়াকে নিয়ে এই কমিটি গঠন করা হয়।
পূণর্মলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান- অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, এলাকার উন্নয়নে কর্মপরিকল্পনা, স্মৃতিচারণ ইত্যাদি।
কমিটির যুগ্ম আহ্বায়ক ও বৃক্ষপ্রেমিক আব্দুল লতিফ সরকার জানিয়েছেন-শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হবে আর শেষ হবে বিকেল ৫টায়। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে ১৯৭২-৭৩ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন কমিটির দায়িত্বশীলরা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।