Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সিলগালা ‘নিউ লাইফ’, দু’জনের কারাদণ্ড

admin

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ০৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৫ | ০৭:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সিলগালা ‘নিউ লাইফ’, দু’জনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারি ও মালিকের ছেলেকে কারাদণ্ড দেয়া হয়। রোববার (১৮ মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ।

তিনি জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি টিম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন