Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে হাসপাতাল সিলগালা, ২ জনকে কারাদণ্ড

admin

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে হাসপাতাল সিলগালা, ২ জনকে কারাদণ্ড

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অবৈধ স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সিলগালা করে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসন ও সেনাবাহিনী ওই প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক হবিগঞ্জ জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে আজিজুল হক তামিম (৩৫) এবং টেকনোলজিস্ট পরিচয়ধারী তরুণী জেলার লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের প্রয়াত শাহনেওয়াজ চৌধুরীর মেয়ে লিলি চৌধুরী (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, ওই ডায়াগনস্টিক সেন্টারের জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নেওয়া লাইসেন্স মেয়াদোত্তীর্ণ; নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও।

এখানে কোনো চিকিৎসক ও টেকনোলজিস্ট নিয়োগ না দিয়ে চিকিৎসকের স্বাক্ষর জাল করে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়। এভাবে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তামিমকে একমাস এবং লিলিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছ। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়।

অভিযানে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যা ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের একজন উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে সংস্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জে অবৈধ হাসপাতাল বাণিজ্য বন্ধের উদ্দেশ্য গোয়েন্দ তৎপরতা চলমান ছিল। রবিবার সেই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়েছে। পরে ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারাদণ্ডের আদেশপ্রাপ্ত লিলি ও তামিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন