Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কাঠগড়ায় দাঁড়িয়ে খোশগল্পে মগ্ন দীপু মনি

admin

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০২:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৫ | ০২:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
কাঠগড়ায় দাঁড়িয়ে খোশগল্পে মগ্ন দীপু মনি

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে তাদের গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।

এদিন দীপু মনি, কামরুল ইসলাম, সালমান এফ রহমান ও আনিসুল হককে একসঙ্গে আদালতে হাজির করে কাঠগড়ায় রাখা হয়। তারপর তাদের মাথার হেলমেট খুলে রাখা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে হাসিমুখে নিজ আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন দীপু মনি। এসময় কাঠগড়ায় থাকা অন্য আসামিদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে বিচারক এজলাসে এলে তারা নীরব হয়ে যান।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এক হত্যা মামলায় দীপু মনি ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এরপর আনিসুল হক ও সালমান এফ রহমানকে কদমতলী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন