স্টাফ রিপোর্টার:
সিলেটে ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।