Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দাসপাড়া থেকে দুইজনকে ধরল পুলিশ

admin

প্রকাশ: ২০ মে ২০২৫ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৫ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
দাসপাড়া থেকে দুইজনকে ধরল পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামনে একটি পিকআপে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫ হাজার ৫১০ পিস Skin Shine ক্রিমসহ এই দুইজনকে আটক করে শাহপরাণ থানা পুলিশ।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ১২ হাজার ২০০ টাকা বলে জানায় পুলিশ। এছাড়া পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন