
স্টাফ রিপোর্টার:
সিলেটের বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফাউল ইসলাম (৩২) বালাগঞ্জের দক্ষিণ গহরপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার