Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হার্ভার্ডের ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’ সম্পন্ন করলেন এমইউ’র শাহরিয়ার

admin

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
হার্ভার্ডের ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’ সম্পন্ন করলেন এমইউ’র শাহরিয়ার

স্টাফ রিপোর্টার:
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক নেতৃত্ব বিকাশ কর্মসূচি হার্ভার্ড-এর ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’র সম্পন্ন করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম মেহেদী তাপাদার। ২০২৪ সালের দ্বিতীয় পর্যায়ের (Cohort 2) এর জন্য নির্বাচিত হন তিনি এবং তা সফলভাবে সম্পূর্ণ করেছেন।

বিশ্বব্যাপী হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে কঠিন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিত হন শাহরিয়ার আলম মেহেদী তাপাদার। তিনি সফলভাবে এই কোর্সটি সম্পন্ন করেছেন। তার সামাজিক সচেতনতা, অ্যাকাডেমিক পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনার গভীরতা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দিয়েছে।

শাহরিয়ার আলম মেহেদীর এই কৃতিত্বে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, তার সহপাঠী, বন্ধু-বান্ধবসহ সংশ্লিষ্ট সকলে আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন বাংলাদেশের অন্যান্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস যোগাবে। ‘Harvard Aspire Leaders Program’-এ অংশগ্রহণের মাধ্যমে শাহরিয়ার আলম মেহেদী তাপাদার শুধু নিজের পথই উজ্জ্বল করেননি, বরং বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদানের পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রসঙ্গত, হার্ভার্ড-এর ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’র হলো বিশ্বব্যাপী চলা একটি প্রোগ্রাম, যা হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ড্রু গিলপিন ফাউস্টের সহায়তায় প্রতিষ্ঠিত।

অ্যাসপায়ার লিডারস প্রোগ্রামটির উদ্দেশ্য হলো উন্নয়নশীল ও সীমিত সুযোগপ্রাপ্ত সমাজের উচ্চাকাঙ্ক্ষী তরুণদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বে প্রস্তুত করা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন