জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা বড়িসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জকিগঞ্জের বাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে ময়নুল হক (৪২)।
জানা যায়, সোমবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজারে বাজার কমিটির নেতৃবৃন্দের সামনে ময়নুল হকের মালিকানাধীনে চালের দোকানে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এই সময় মাদক ব্যবসায় জড়িত থাকা ময়নুল হককে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জের বাবুর বাজারে চালের ব্যবসায়ী ময়নুল হকের দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এই সময় মাদক ব্যবসায়ী ময়নুল হককেও গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।