Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে বাইক চুরি, বি.বাড়িয়ায় গ্রেফতার ৬

admin

প্রকাশ: ২৭ মে ২০২৫ | ০৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ মে ২০২৫ | ০৮:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট থেকে বাইক চুরি, বি.বাড়িয়ায় গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার:
সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করতেন তারা। এই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একটি দল ভোর সোয়া ৫টার দিকে ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা শ্যামলিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের ছেলে আবুল কালাম (৩২), পরেশ দাসের ছেলে প্রণয়ন দাস (২৬), বদিউজ্জামানের ছেলে সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের ছেলে মো. রেজাউল করিম (২৯), প্রাণ কমল চৌধুরীর ছেলে লোটন চৌধুরী (৩৩)।

এ সময় তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তারা সবাই দীর্ঘদিন ধরে সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাম্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে (নং ৪৬, ২৭/০৫/২৫) মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি মো. সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন