Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গরমে বেঁকে গেল রেললাইন : কুলাউড়ায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো পাহাড়িকা

admin

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
গরমে বেঁকে গেল রেললাইন : কুলাউড়ায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো পাহাড়িকা

কুলাউড়া সংবাদদাতা:
সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে। চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠাণ্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর বিকেলে ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ২০ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বর্তমানে রেললাইনে কাজ চলমান রয়েছে তিনি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার

শেয়ার করুন

Follow for More!