Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে অসহনীয় গরম, যেমন থাকবে শনিবারের আবহাওয়া

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে অসহনীয় গরম, যেমন থাকবে শনিবারের আবহাওয়া

স্টাফ রিপোর্টার:
সিলেটে শুক্রবারও ছিল অসহনীয় গরম। সারাদিনে দু’একবার মেঘের আড়ালে সূর্য লুকালেও কাজের কাজটি হয়নি। বৃষ্টির জন্য অপেক্ষা যেনো আর ফুরাচ্ছেইনা।
অথচ আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিন বলা হচ্ছে সিলেটের কোনো কেনো স্থানে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৩ জুন) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা কম ছিল। আগের দিন বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে পরিবর্তন হয়েছে বড়োসড়ো। মানে বেড়েছে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস!

এ অবস্থায় বলতে গেলে জনজীবনে রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বাড়ছে রোগজীবানুর প্রকোপ। এমনিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বিরাজ করছে সারাদেশে। তার উপর গরমজনিত নানা রোগের উপদ্রবও বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জীবন এখন বেশ হুমকিতে পড়েছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পেতে পারে।

আর বৃষ্টির বিষয়ে তারা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার

শেয়ার করুন

Follow for More!