Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে করোনার থাবা, একজনের অবস্থা আশঙ্কা জনক

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে করোনার থাবা, একজনের অবস্থা আশঙ্কা জনক

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে। সনাক্ত হচ্ছে বাংলাদেশেও। তবে সিলেটে এতদিন করোনা ভাইরাসে কেউ সনাক্ত না হলেও শুক্রবার ও রবিবার দু’জন সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

তিনি জানান, আক্রান্ত দুজন শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। অপরজন নারী।

তাদের একজনের বাড়ি সুনামগঞ্জে। আর অপরজন সিলেট মহানগরীর অধিবাসী।

তিনি সিলেটবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!