Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার পণ্য জব্দ

admin

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০৪:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিজিবির অভিযান, অর্ধকোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে এসব পণ্য নিয়ে এসেছিল চোরাকারবারীরা। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এই পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিংড়ির রেনু পোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভওয়েল, কসমেটিক্স, মদ ও ফেনসিডিল জব্দ করে।

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৪৩ লাখ ১১ হাজার ৬২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন