স্টাফ রিপোর্টার:
নবীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে গোলাম রাব্বি নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শিক্ষকরা। বুধবার সকালে গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
মৃত গোলাম রাব্বি (১৩) ওই মাদ্রাসার ইবতেদায়ি ষষ্ঠ শ্রেণি ও হিফজ বিভাগের ছাত্র ছিল। সে বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। তিনি জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।