Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার:
সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি বরিশালে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হন।

তার নাম মো আনোয়ার হোসেন। বাড়ি বরিশাল। তিনি এসি আই কোম্পানীতে চাকরি করেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানীতে পাঠানোসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!