নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে তিন সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শেফালী বেগম (২৬)। তার মৃত্যু ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে রহস্য- এটি আত্মহত্যা, পরিকল্পিত হত্যা, না কি শারীরিক অসুস্থতায় মৃত্যু, তা নিয়ে চলছে নানা আলোচনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বড় ভাকৈর গ্রামে শেফালীর শাশুড়ি তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শেফালী বেগম বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় কর্মরত। পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলায়। তার তিন ছেলে-মেয়ে ছিল এবং তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।