Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ভারতীয় চোরাই মহিষ জব্দ

admin

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০৪:২১ অপরাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ভারতীয় চোরাই মহিষ জব্দ

জৈন্তা সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় অবৈধ ৭টি বড় আকৃতির মহিষ জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে এ বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।

জানা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল এলাকার মহিষমারা হাওরে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৭টি সাতটি বড় আকৃতির মহিষ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবং মহিষগুলোকে সরকারি রক্ষণাগারে রাখা হয়েছে। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। এই অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান ঘটনার বলেন, ‘জব্দকৃত মহিষগুলোর বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে পুলিশ সবসময় নজরদারি করছে। উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন