জৈন্তা সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় অবৈধ ৭টি বড় আকৃতির মহিষ জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে এ বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল এলাকার মহিষমারা হাওরে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৭টি সাতটি বড় আকৃতির মহিষ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবং মহিষগুলোকে সরকারি রক্ষণাগারে রাখা হয়েছে। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। এই অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান ঘটনার বলেন, ‘জব্দকৃত মহিষগুলোর বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে পুলিশ সবসময় নজরদারি করছে। উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।