Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

admin

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০৭:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ০৭:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

বরিশাল সংবাদদাতা:
বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে পেঁচানো অবস্থায় এসিডদগ্ধ তিন মাসের অন্তঃসত্ত্বা মাঝবয়সী এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন।

পুলিশ পরিদর্শক দেলোয়ার বলেন, ওই নারীকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। অন্তঃসত্ত্বা ওই নারী অজ্ঞান অবস্থায় আছেন। তাই বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তখন সড়কের পাশে পলিথিনে পেঁচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখতে পায় তারা। এরপর তারা পুলিশে খবর দিলে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!