স্টাফ রিপোর্টার:
সিলেটে ২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। সোমবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এই ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ২৬ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬ জন করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। আর আগের ২০ জনসহ এই ৬ জন নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
আক্রান্তদের মধ্যে ৪ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসা-বাড়িতে ফিরেছেন। বাকিরা নিজেদের ঘরে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর করোনা আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই রোগী আগে থেকেই শ্বাসকষ্টে ভূগছিলেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।