মাধবপুর প্রতিনিধি:
মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া ( ৪১) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্ধার করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনভোগান্তি তৈরি হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।