Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্ত থেকে আরও ১০ জন আটক

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ০৫:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখা সীমান্ত থেকে আরও ১০ জন আটক

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৫ জুলাই) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাতামোড়াল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা সাতক্ষিরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন