
শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় জিআই তারে বিদ্যুতায়িত হয়ে আরও এক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার হাতির অভয়াশ্রম খ্যাত দাউধারা কাটাবাড়ি এলাকায় হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছেন। কর্মকর্তাদের ধারণা হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
জানা গেছে, মৃত হাতিটি একটি পুরুষ হাতি। যার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর। দীর্ঘদিন ধরেই এই এলাকায় বন্য হাতির চলাচল ছিল। গত রাতে প্রায় ৭০টি হাতি দলবেঁধে আসে কাটাবাড়ি অঞ্চলে। বন বিভাগ ও স্থানীয়দের ধারণা স্থানীয় কৃষক জিআই তার দিয়ে বিদ্যুতায়িত করে রাখে যাতে হাতি এসে ঘরবাড়ি ও ফসলের ক্ষেত নষ্ট না করতে পারে। পরে ওই তারে জড়িয়ে এই হাতির মৃত্যু হয়। এদিকে ওই কৃষক রাতের মধ্যেই জিআই তার সরিয়ে ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রমাণ পেলে এ বিষয়ে মামলা আদায় করা হবে।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিবেশন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতটি মারা পড়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত সেটা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ছয় মাসে একটি হাতি শাবকসহ চারটি হাতি জেনারেটরের জিআই তারে জড়িয়ে মারা পড়েছে। এছাড়া গত দুই বছরে প্রায় ১৫ টির অধিক হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয় বন বিভাগ সূত্র এবং পরিবেশবাদী নেতৃবৃন্দরা দাবি করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার