
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আজ শনিবার আরও ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্র জানায়, এর মধ্যে নারীসহ ১০ জনকে ঠেলে পাঠানো হয় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল সীমান্ত দিয়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে বাতামোড়াল এলাকা দিয়ে ১০ জনকে ভারত থেকে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়। তাঁরা পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিজিবির টহলদল তাঁদের আটক করে। তাঁদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাঁরা সাতক্ষীরা, খুলনা ও বরিশালের বাসিন্দা।
বিজিবি-৫২–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ছয়জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, আজ ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৬ নম্বর মূল সীমান্ত পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ ছয় বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠায়। তাঁদের বাড়ি নড়াইলের কালিয়া থানার কালডাঙ্গা ও সাতবাড়িয়া গ্রামে। পরে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে দুজন করে শিশু, পুরুষ ও নারী রয়েছেন।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, ওই ব্যক্তিরা কাজের সন্ধানে অবৈধপথে ভারতের মুম্বাই গিয়েছিলেন। ৮ থেকে ১০ দিন আগে ওই দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার তাঁদের সীমান্ত এলাকায় এনে আজ ভোরে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তিনি জানান, আজ সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার