Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ অফিসে মিললো পিপলুর ঝুলন্ত মরদেহ

admin

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
নিজ অফিসে মিললো পিপলুর ঝুলন্ত মরদেহ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা মৎস্য অফিসের ভেতর থেকে পিপলু সরকার (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে নিজ অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পিপলু সরকারের স্ত্রী বিকেল ৩টা থেকে ফোন দিয়ে তাকে পাননি। পরে বিষয়টি পিপলুর এক বন্ধুকে জানান তিনি। ওই বন্ধু পিপলুর অফিসে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। মৎস্য কর্মকর্তা (অ.দা) সন্দীপন মজুমদার বলেন, ‘পারিবারিক কোন কারনে পিপলু এমনটা করতে পারে।’
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ আইনী প্রক্রিয়া চালাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!