Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাসের যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, মা–বাবা আটক

admin

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ০২:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ০২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
৬ মাসের যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, মা–বাবা আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। পরে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহ কিংবা পরকীয়ার জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

সোমবার (৭ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পেছনে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন শিশুদের চাচা সাকিব শেখ। মৃত লামিয়া ও সামিহার বয়স ৬ মাস। শিশু দুটি বাবা সোহাগ শেখ (২৮) ও মা-শান্তা বেগম (২৪) দম্পতির দুই জমজ মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয় ওই এলাকার স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত শিশুদের চাচা সাকিব শেখ জানান, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেই সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌঁড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেট ভর্তি পানি ছিলো।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হুদা খাঁন জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন