হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের আলোচিত এসএসসি পরীক্ষার্থী জনি দাস খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, ‘আদালতে সাজুর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে
সাজুর পক্ষে কোনো আইনজীবী আদালতে লড়েননি।’
এদিকে, সাজুকে এজলাস থেকে হাজতে নেওয়ার সময় মারপিটের চেষ্টা করেন বিক্ষোব্ধ জনতা। এক পর্যায়ে হাজতখানায়ও প্রবেশের চেষ্টা চালায় তারা। পরে আইনজীবিরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের সাথেও কথা কাটাকাটি হয় বিক্ষুব্ধদের। খবর পেয়ে সদর থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ আদালত প্রাঙ্গনে উপস্থিত হলে বিক্ষোব্ধরা চলে যায়। গত ৩ জুলাই ভোরে চুরি করতে গিয়ে এসএসসি পরিক্ষার্থী জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত চোর। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৫ জুলাই বিকেলে নিহত জনির বাবা নরধন দাস বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৭ জুলাই ভোরে শহরের কামড়াপুর এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে আইনশঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।