Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ০৭:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৫ | ০৭:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল কসুর (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কসুর ওই এলাকার মৃত রিয়াজ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সৈয়দ মদব্বির মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বুধবার সকালে সীমানায় দেয়াল নির্মাণের কাজ চলাকালে মদব্বির মিয়ার ছেলে সৈয়দ সজনুর মিয়া ও লাল মিয়ার ছেলে মনুয়ার মিয়া এসে বাধা দেয়। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে উত্তেজনা বাড়ে, এবং অভিযুক্তরা ইট-পাথর নিক্ষেপ করতে থাকে।

এ সময় ইটের আঘাতে আব্দুল কসুর গুরুতর আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

এ বিষয়ে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর নূর উদ্দিন আহমেদ জানান, মরদেহ এখনো জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্ত করা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন