স্পোর্টস ডেস্ক:
কর ফাঁকির অভিযোগে এক বছর কারাদণ্ড ও প্রায় চার লাখ ইউরো অর্থদণ্ড পেয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। স্পেনের একটি আদালত এই রায় দিয়েছেন।
আদালতের রায়ে বলা হয়, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় নিজের ‘ইমেজ স্বত্ব’ থেকে আয় করেও তা গোপন রেখেছিলেন আনচেলত্তি। ফলে ওই আয়ের বিপরীতে কোনো কর দেননি তিনি। এ জন্য তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো—বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা—জরিমানাও গুণতে হবে।
তবে এক বছরের কারাদণ্ড হলেও আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না। স্পেনের প্রচলিত আইনে, যদি অভিযুক্ত ব্যক্তি এর আগে কোনো অপরাধে দণ্ডিত না হন এবং সাজা এক বছরের কম হয়, তাহলে সাধারণত তাকে জেল খাটতে হয় না।
আনচেলত্তির আইনজীবীরা দাবি করেছেন, ক্লাব কর্তৃপক্ষ করসংক্রান্ত বিষয়গুলো তাকে যথাযথভাবে জানায়নি। ফলে ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবেই তিনি কর ফাঁকির পরিস্থিতিতে পড়েছেন।
তাঁদের এমন দাবি সত্ত্বেও মামলার বাদীপক্ষ আনচেলত্তির বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ড চেয়েছিল।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই এই কর ফাঁকির মামলায় আদালতে হাজিরা দেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।