
নিজস্ব প্রতিবেদক:
এবারের এসএসসি পরীক্ষায় জেলা ভিত্তিক মোট কৃতকার্যের সংখ্যা বিচারে এগিয়ে সিলেট। আর পিছিয়ে হবিগঞ্জ। সুনামগঞ্জ জেলা দ্বিতীয় এবং মৌলভীবাজারের অবস্থান তৃতীয়।
এবার সিলেট জেলায় মোট কৃতকার্য হয়েছেন ২৯ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৭০৭ ও ছাত্রী ১৭ হাজার ২৬২ জন।
সুনামগঞ্জে এবার মোট কৃতকার্য হয়েছেন ১৪ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৯৩১ জন ও ছাত্রী ৮ হাজার ৬০৮ জন।
মৌলভীবাজারে মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে ছাত্র ৫৪৯৮ জন ও ছাত্রী ৮ হাজার ২৯০ জন।
আর হবিগঞ্জে মোট কৃতকার্য শিক্ষার্থী ১১ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪৮ জন, আর ছাত্রী ৭ হাজার ২৪৭ জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ফলাফলের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার