Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মোটরসাইকেল কেড়ে নিল এইচএসসি পরিক্ষার্থীর প্রাণ

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মোটরসাইকেল কেড়ে নিল এইচএসসি পরিক্ষার্থীর প্রাণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে।
সে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।

শনিবার বিকালে সাইফ বাড়ি ফিরার পথে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় সিলেট থেকে আসা কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে দুরে গিয়ে পড়ে।

তারা মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেল ভাঙ্গা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ তে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহাজারিতে পাগলপ্রায় তার পরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জানাযার সময় ও স্থান নির্ধারণ হয় নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!