
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। বর্তমানে তিনি নগরীর শামীমাবাদ এলাকার ১নং রোডের তৃষানের বাসায় ভাড়া থাকেন। তার দুই ছেলেমেয়ে আছে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন থেকে মাহমুদ ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোমাবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের চোখে পড়ে মাহমুদ ১০ বছরের একটি কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করছেন। এসময় তার ও ওই শিশুর ন্মিাঙ্গের পোশাক ছিলনা। তখন এলাকাবাসী দ্রুত এসে তাকে আটক করে মারধোর করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
পরে কোতোয়ালী থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুসহ মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শিশুটির পিতা মাধ্যমে ন্যায়-বিচার দাবি করেছেন।
নরশিংটিলা পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ফারুক আহমদ এ ব্যাপারে বলেন, আমরা জানতে পেরেছি মাহমুদ নিরাময় ক্লিনিকের গাড়ি চালক। এ ব্যাপারে তাদের সংবাদ জানালে তারা এসে তাকে দেখে যান এবং আইনগত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। তার মোবাইল অনেক অশ্লীল ভিডিও আছে। আমাদের ধারণা, এই মেয়েটিরও ভিডিও সে ধারণ করে থাকতে পারে। তেমন কিছু হলে সেটি পুলিশ খোঁজে বের করবে।
বিষয়টি স্বীকার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, আমি এখনো থানার বাইরে। মাত্র তাদের থানায় আনা হয়েছে। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার