কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও এলাকায় ১৪ জুলাই রাতে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে ওয়ারিছ মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৮) মারা গেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও এলাকাবাসী জানায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি কমলগঞ্জের ভানুগাছ এলাকায় গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ভোরে ফজরের নামাজের ওজু করার সময় মোবাইলে স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মারা যান।
রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ওয়ারিছ মিয়া চার মেয়ে ও এক ছেলের পিতা এবং একজন ধার্মিক মানুষ ছিলেন। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটি ও রাউৎগাঁও জামে মসজিদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
১৫ জুলাই বিকেল সাড়ে ৩টায় রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।