নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী এলাকায় আবারও ঘটলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ‘পুশ-ইন’। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৪টা থেকে ৭টার মধ্যে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ ও শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে ৪টি আলাদা গ্রুপে মোট ৫৩ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে ভারতীয় কর্তৃপক্ষ।
বিজিবির টহল দল দ্রুত অভিযানে অংশ নিয়ে ওই ৫৩ জনকে সীমান্তবর্তী স্থানগুলো থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা সবাই পূর্বে অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করেছিল।
৫৩ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে পুশ-ইন করা হয় ৩২ জনকে এবং সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ছনবাড়ী সীমান্তে ২১ জন। আটকদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন ও শিশু রয়েছে ১০ জন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বেশিরভাগ নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার।
আটককৃতদের মধ্যে রয়েছেন, নড়াইলের ২৩ জন, সাতক্ষীরার ১০ জন, যশোরের ১০ জন, সিলেটের ৪ জন, বরিশাল: ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।