Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি লেখেন, `গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তারা সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে হামলার শিকার হন। এনসিপির অভিযোগ, হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। তবুও পুরো এলাকা প্রায় এক ঘণ্টা উত্তপ্ত থাকে।

নেতাকর্মীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পরে সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।

এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশজুড়ে ব্লকেড কর্মসূচি পালনের ডাক দেওয়া হলো।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন