Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৬ কোটি টাকার বিশাল চোরাচালান জব্দ

admin

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬ কোটি টাকার বিশাল চোরাচালান জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।
বিজিবির তথ্যমতে, অভিযানে আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছে। এরই অংশ হিসেবে এ বিশাল চোরাচালান জব্দ করা হয়।”

আটককৃত মালামালগুলো পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন