
স্টাফ রিপোটার:
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি ট্রাক আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে নগরীর আম্বরখানা মজুমদারী এলাকায় ট্রাকটি আটক করে।
আটককৃত মালামাল- চোরাচালান কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের হাইড্রোলিক ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) যার ইঞ্জিন ও চেসিস নং অস্পষ্ট। ট্রাকের ভেতরে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, যার আনুমানকি মূল ৯ লাখ ৭ হাজার ২শ’ টাকা, ৯৬ হাজার পিস জিলেট ব্লেড যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
জানা যায়, শনিবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্টে কোম্পানীগঞ্জ টু সিলেটগামী একটি ট্রাককে (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। তখন ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুত শহরের দিকে চলে যায়। পরে আম্বরখানা ফাঁড়ির সামনে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিলে ট্রাকটি মজুমদারী আবাসিক এলাকায় প্রবেশ করে এবং চালক ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে পিছু ধাওয়া করে এবং উক্ত এলাকায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে খুঁজে পায়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের হাইড্রোলিক ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) যার ইঞ্জিন ও চেসিস নং অস্পষ্ট। ট্রাকের ভেতরে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, যার আনুমানকি মূল ৯ লাখ ৭ হাজার ২শ’ টাকা, ৯৬ হাজার পিস জিলেট ব্লেড যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট ১৩ লাখ ৮৭ হাজার ২শ’ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘শনিবার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন নগরীর আম্বরখানা মজুমদারী এলাকায় একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে সর্বমোট ১৩ লাখ ৮৭ হাজার ২শ’ টাকার ভারতীয় চোরাচালান পণ্য পাওয়া যায়। এসময় কাউকে আটক করা যায় নি। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার