Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ চলছে

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ চলছে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) বেলা ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসিমুখে দেখা গেছে।

এদিন সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এরই মধ্যে জামায়াতের এটিএম আজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসতে শুরু করে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। সাত দফার মধ্যে রয়েছে—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন