
স্টাফ রিপোর্টার:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের ছয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক এই নির্দেশ দেন। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকী চৌধুরীসহ পাঁচজন শিক্ষাবিদ আদালতে অভিযোগ করলে বুধবার আদালত এই নির্দেশ দেন। এর আগে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্তি করায় মামলা করা হয়।
অভিযুক্তরা হলেন-জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড সিলেট মহানগর সার্কেল ও সিনিয়র সহকারী কমিশনার, শিক্ষা শাখা জেলা প্রশাসকের কার্যালয়।
আব্দুল বাকী চৌধুরী বলেন, ‘লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতা থাকায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’
পাঁচ ট্রাস্টির আইনজীবী সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট এরশাদুল হক জানান, ‘আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার