Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‌‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ০৭:০২ অপরাহ্ণ

ফলো করুন-
‌‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’

স্টাফ রিপোর্টার:
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূল উদঘাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয় লাভ করব।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। পরে কিছু সুস্থ হলে তিনি বসে বক্তব্য রাখেন।

বক্তব্যে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আমরা সমাবেশ করার সুযোগ পেয়েছি। যারা ত্যাগের বিনিময়ে সাড়ে ১৫ বছরের কঠিন অন্ধকার যুগের যাঁতাকলে পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী।

তিনি আরও বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াত, এ জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিতো হয়তো বা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি বন্ধ করবে তার প্রমাণ কী? তার প্রথম প্রমাণ হচ্ছে…. বলতে বলতে মঞ্চে লুটিয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এর কিছুক্ষণ পর তিনি আবার অল্প সময়ের জন্য দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলে পুনরায় অসুস্থবোধ করেন। তখন তিনি বসে বক্তব্য দেন।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসিমুখে দেখা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন