
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
জানা যায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল করিম ও একই গ্রামের মুক্তার মিয়ার মিয়ার মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয়াধি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও একাধিক বার উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
রবিবার সকালে আবারও দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়।
আহতদের মধ্যে জুয়েল মিয়া, রাসেল মিয়া, হাফিজুর রহমান, নাজমুল হোসেন, মুজিবুর রহমান, মানিক মিয়া, আব্দুল হাই, বিল্লাল মিয়া, আরিফ ইসলাম, কাদির মিয়া, বুধু মিয়া, লোকমান মিয়া, পন্ডিত মিয়া, আহাদ মিয়া, শাহাব উদ্দিন, মিচরি খা কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বক্তারপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল করিম ও একই গ্রামের মুক্তার মিয়ার লোকজন পূর্ব বিরোধের জেরকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার