Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার পণ্য জব্দ

admin

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ০৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২০ জুলাই ২০২৫ | ০৭:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে দেড় কোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে সেনাবাহিনী এবং বিজিবির অভিযানে ১টি স্টিল বডি নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর রাতে জেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩শ’ ২৩ কেজি ভারতীয় অবৈধ ফুসকা, ১শ’ ৬৯ পিস সিরামিক কাপ, ২শ’ ৫৬ পিস সিরামিক পিরিচ, ৪শ’ ৬৮ পিস কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

জব্দকৃত মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকার আনুমানিক দাম ৬০ লাখ টাকা, ভারতীয় ফুসকার আনুমানিক মূল্য ৩০ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা, সিরামিক কাপের মূল্য ৪২ হাজার ২৫০ টাকা, সিরামিক পিরিচের দাম আনুমানিক ২৫ হাজার ৬০০ টাকা, কাচের গ্লাসের আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার, জিলেট ব্লেডের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা এবং বাসমতি চালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শ’ টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন